Category Lyrics

বৃষ্টি লিরিক্স | Brishti Lyrics | Anjan Dutta

আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি আমি রোদে পুড়ে, ঘুরে ঘুরে অনেক কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবি নি।

আজ হোক না রং ফ্যাকাসে লিরিক্স | Aaj Hok Na Rong Fyakashe Lyrics | Anjan Dutta

আজ হোক না রং ফ্যাকাসে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক আজই বসন্ত।

কাঞ্চন লিরিক্স | Kanchan Lyrics | Anjan Dutta

একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশী রোজগার, ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড়। পারলো না কিছুতেই তোমার কোলকাতা আমাকে ভুলিয়ে দিতে, পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার কাঞ্চনকে।

রঞ্জনা লিরিক্স | Ranjana Lyrics | Anjan Dutta

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না।

মালা লিরিক্স | Mala Lyrics | Anjan Dutta

তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি, তোমার পি সি চন্দ্রের ঝুমকো কানের দুল, আজ বারোই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল।