ম্যারী অ্যান লিরিক্স | Mary Ann Lyrics | Anjan Dutta1 min read

ম্যারী অ্যান

কালো সাহেবের মেয়ে
ইশকুল পালিয়ে
ধরতে তোমার দুটো হাত,
কত মার খেয়েছি
মুখ বুজে সয়েছি
অন্যায় কত অপবাদ।
বয়েস তখন ছিলো
পনেরো তাই ছিলো
স্বপ্ন দেখার ব্যারাম,
মাথার ভেতর ছিলো
এলভিস প্রেসলি,
খাতার ভেতর
তোমার নাম।

ম্যারী অ্যান
ম্যারী ম্যারী অ্যান
ম্যারী অ্যান মারি।(২)

করে সব এলোমেলো
এলভিস চলে গেলো,
কেটে গেলো বছর অনেক।
তোমারও মামা কাকা
একে একে পাড়ি দিলো,
সব্বাই মিলে বিলেত।
রয়ে গেলে তোমরা
আঁকড়ে রিপন স্ট্রিট
দু’টো ঘর সিঁড়ির তলায়।
নোনা দেয়াল থেকে
যীশু ছলছল চোখে
হাত তুলে আশ্বাস দেয় এখনো।

ম্যারী অ্যান
ম্যারী ম্যারী অ্যান
ম্যারী অ্যান মারি। (২)

রিকশায় চড়ে তুমি
দুলে দুলে চলে যাও
আমার পাড়া দিয়ে প্রায়।
পাক ধরে গেছে চুলে
গাল দুটো গেছে ঝুলে
নিয়মিত অবহেলায়।
কোন এক অফিসেতে
শর্ট হ্যান্ড নিতে নিতে
নখগুলো গেছে ক্ষয়ে,
ছোট্ট বেলার প্রেম
আমার কালো মেম
কোথায় গেলে হারিয়ে।

ম্যারী অ্যান
ম্যারী ম্যারী অ্যান
ম্যারী অ্যান মারি। (২)

তোমার বাবা ছিলো
ইঞ্জিন ড্রাইভার।
আমার বনেদি ব্যবসা
বংশের ইজ্জত রাখতে হলে
বউ হতে হবে ফর্সা।
বাঙালীর ছেলে তাই
গলায় গামছা দিয়ে
ফেললাম করে বিয়ে।
ছোট্ট বেলার প্রেম
আমার কালো মেম
কোথায় গেলে হারিয়ে।

ম্যারী অ্যান
ম্যারী ম্যারী অ্যান
ম্যারী অ্যান মারি। (২)

গানম্যারী অ্যানশিল্পীঅঞ্জন দত্ত
আ্যলবামপুরোনো গীটার কথাঅঞ্জন দত্ত
সাল ১৯৯৫ সুরঅঞ্জন দত্ত
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x