বেহায়া লিরিক্স | Behaya Lyrics | Ekannoborti1 min read

বেহায়া

আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে।
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে। (২)

আমাদের গল্পগুলো …

আমাদের গল্পগুলো
একলা থেকেই আকাশ ছোঁয়া,
আসমানী রং মাখতো
জাদুর ছড়ি দিয়ে।
বোবা সব মুহূর্তদের
শুনতো কথা চুপটি করে,
বলে নাকি ঘর বানাবে
রামধনুদের নিয়ে।

আমাদের গল্পগুলো …

আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল
ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে,
একখানা জাহাজ বাড়ি সেখান থেকেই ঝরনা শুরু
কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে।

আমাদের ইচ্ছে ছিল
হারিয়ে যাবো ইচ্ছে করেই,
নিজেদের মন ভাঙবো
নিজেই নেব জুড়ে।
জীবনের নতুন বানান
লিখবো দুজন আজীবনে,
প্রেমে রোজ শব্দ বসুক
খামখেয়ালের সুরে।

আমাদের গল্পগুলো …

আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে।
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে। (৩)

তথ্য

গানবেহায়াশিল্পীলগ্নজিতা চক্রবর্তী
ছায়াছবিএকান্নবর্তীকথানীলাঞ্জন চক্রবর্তী
সাল২০২১ সুরমৈনাক মজুমদার

গানটি শুনুন

প্লে বাটনটি ট্যাপ বা ক্লিক করে সরাসরি এই গানটি শুনুুন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x