
জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে॥

তোমারি ঝরনাতলার নির্জনে
মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন্ ক্ষণে॥

ভেঙে দেখো আমায়
জুড়ে দেখো আমায়
তুমি আমারই আমারই রয়েছো।

কতটা রাগ দেখলে রাগী
সত্যি মিথ্যে আমি বুঝি নাকি,
কতটা হাসলে তুমি হ্যাপি
তোমার হাসিটা মনে ধরে রাখি।

বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান॥

চলে যেতে গেলে পিছুটান, ভুলে যেতে হবে,
বলে যেতে গেলে অভিমান, ভুলে যেতে হয়
হেরে গেলে গোলাম-চোর, তাস ফেলে দিতে হবে।
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই।

মাগো, আমার মাগো জানি
অনেক কষ্ট পাবে তুমি,
তবু আমার নেই কোন উপায়।

চুপি চুপি রাত নেমে এলে পরে
ভাঙ্গা জানলার শার্সিটা খুলে যায়।
কালি ঝুলি মাখা ঘরটায় কে যেন
আবার হেঁটে চলে খালি পায়।

কানে বাজে এখনো পুরনো সে পিয়ানোর ঝঙ্কার
নিকোটিনে হলদে হয়ে যাওয়া দশটা আঙুল,
সারি বেঁধে দাঁড়িয়ে একশ মাইলের গানটা
একশ বার শুনেও একশ বার হতো ভুল।

সবুজ সকাল, সোনালী বিকেল
চাই না, চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়,
স্বপ্ন কুয়াশা, হৃদয়ে ধোঁয়াশা
চাই না, চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়।