জেরেমির বেহালা লিরিক্স | Jeremir Behala Lyrics | Anjan Dutta1 min read

জেরেমির বেহালা

চুপি চুপি রাত নেমে এলে পরে
ভাঙ্গা জানলার শার্সিটা খুলে যায়।
কালি ঝুলি মাখা ঘরটায় কে যেন
আবার হেঁটে চলে খালি পায়।
মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে
বেজে ওঠে জেরেমির বেহালা।
পাড়াপড়শিরা সব্বাই জানে আসে যায়
সেই কালো সাহেবের ভূত নাকি প্রেত,
মরে গিয়ে বুড়ো হয় নি শান্ত
কে জানে কেন কিসের আক্ষেপ..
তাই মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে
ফিরে ফিরে আসে বেহালার মাস্টার।
লা লালা লা লালা লা লালা
লালা লালা লা লালা লা লালা লা।

একদিন এই ঘরময় কত নিছক
ছেলেমানুষি আড্ডা..
উঠতো বেজে একসাথে কত
কচি হাতের আনকোড়া সোনাটা
হারানো সে সুর শুনতে চাইলে
বাজাতে চাইলে মনের বেহালাটা..
চলে এসো তুমি রডন্ স্ট্রিটের
কালি ঝুলি মাখা পোড়ো বাড়িটায়..
লা লালা লা লালা লা লালা
লালা লালা লা লালা লা লালা লা (২)

লোভী প্রোমোটার হাঁসফাস করে,
পায় নি খুঁজে বাড়িটার দলিল।
কে জানে কবে কার নামে
হয়ে গেছে মর্টগেজ অসহায় উকিল।
বানানো শুনানি কত হয়ে গেল
তবু বেড়ে চলে দেয়ালের আগাছা।
বখাটে ছোকরা ঠাট্টা তামাশা কত
নিষিদ্ধ সাট্টার নেশা চলে..
তবু সাহস করে নি কেউ এখনও
গেট টপকাতে লোডশেডিং হলে..
শুধু দূর থেকে শুনে যায় সব্বাই
বুড়ো জেরেমির বেহালা।
লা লালা লা লালা লা লালা লা
লালা লালা লা লালা লা।

কে জানে কবে ভেঙ্গে দিয়ে
এই রঙ্গীন শার্সি পুরনো কড়িকাঠ,
বসবে বাজার ব্যাংক
নিয়ন আলোয় দোকানপাট জমজমাট।
তবু মন বলে চলে যাবে না
ফুরিয়ে কোনদিন পুরনো কোলকাতা।
অলিগলি তুমি কান পেতে দেখো
শুনতে পাবে জেরেমির বেহালা।
লা লালা লা লালা লা লালা লা
লালা লালা লা লালা লা (২)

গানজেরেমির বেহালাশিল্পীঅঞ্জন দত্ত
আ্যলবামচলো বদলাই কথাঅঞ্জন দত্ত
সাল১৯৯৮ সুরঅঞ্জন দত্ত
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x