তুমি আমার হিরো
কতটা রাগ দেখালে রাগী
সত্যি মিথ্যে আমি বুঝি নাকি,
কতটা হাসলে তুমি হ্যাপি
তোমার হাসিটা মনে ধরে রাখি। (২)
একটু একটু করে বুঝতে পারছি আমি
যাচ্ছে দিনগুলো যত,
ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে
কিছুটা আমি তোমার মত। (৩)
আ হা হা আর কে বলবে বলো
তোমার মতন করে,
সাবধানে বাবা বাড়ি ফিরো।
কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে
আসলে তুমি আমার হিরো। (৩)
কীভাবে যে বদলে যাচ্ছি আমি
আয়নায় তোমার মুখটা দেখতে পাই,
আমার হাঁটা চলা কথা বলা
তোমার সাথে কোথাও মিলে যায়।
তুমি আছো আমার স্বভাবে, শিরদাঁড়ায়।
কতটা জেদ দেখালে জেদি,
তোমার জেদও আমি পুষে রাখি
কতটা দুঃখ পেলে কাঁদো,
তোমার কান্না মুছে দেব নাকি ?
একটু একটু করে বুঝতে পারছি আমি
যাচ্ছে দিনগুলো যত,
ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে
কিছুটা আমি তোমার মত। (৩)
আ হা হা আর কে বলবে বলো
তোমার মতন করে,
সাবধানে বাবা বাড়ি ফিরো।
কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে
আসলে তুমি আমার হিরো। (৩)
গান | তুমি আমার হিরো | শিল্পী | অনুপম রায় |
ছায়াছবি | প্রজাপতি | কথা | অনুপম রায় |
সাল | ২০২২ | সুর | অনুপম রায় |