রঞ্জনা লিরিক্স | Ranjana Lyrics | Anjan Dutta1 min read

রঞ্জনা

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা,
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই।
রঞ্জনা আমি আর আসবো না,
এখানে রঞ্জনা আমি আর আসবো না। (২)

ধর্ম আমার আমি নিজে বেছে নিই নি
পদবিতে ছিলো না যে হাত,
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই
বচ্ছরে দু’একবার।
বাংলায় সত্তর পাই আমি এক্সামে
ভালো লাগে খেতে ভাত মাছ,
গাঁজা-সিগারেট আমি কোনটাই ছুঁইনা
পারি না চড়তে কোন গাছ।

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না।
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও,
আসতে হবে না আর বারান্দায়।
রঞ্জনা আমি আর আসবো না,
এখানে রঞ্জনা আমি আর আসবো না।

বুঝবো কি করে আমি তোমার ঐ মেজ দাদা
শুধু যে তোমার দাদা নয়,
আরো কত দাদাগিরি কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায়।
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি
নিলু বিলু কিম্বা নিতাই।
মিথ্যে কথা আমি বলতে যে পারি না
ভ্যাবা ভ্যাবা ভ্যাবাচ্যাকা খাই।

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না।
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও,
আসতে হবে না আর বারান্দায়।
রঞ্জনা আমি আর আসবো না,
এখানে রঞ্জনা আমি আর আসবো না।

সত্যিকারের প্রেম জানি না তো কি সে তা
যাচ্ছে জমে হোম টাস্ক,
লাগছে না ভালো আর কোন চ্যানেল
কান্না পাচ্ছে সারা রাত।
হিন্দু কি জাপানী জানি না তো তুমি কি
জানে ঐ দাদাদের গ্যাং,
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারবো না ছাড়তে এ ঠ্যাং।

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না।
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও,
আসতে হবে না আর বারান্দায়।
রঞ্জনা আমি আর আসবো না,
এখানে রঞ্জনা আমি আর আসবো না

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই।
রঞ্জনা আমি আর আসবো না,
এখানে রঞ্জনা আমি আর আসবো না। (৩)

গানরঞ্জনাশিল্পীঅঞ্জন দত্ত
আ্যলবামশুনতে কি চাওকথাঅঞ্জন দত্ত
সাল১৯৯৪সুরঅঞ্জন দত্ত
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x