আজ হোক না রং ফ্যাকাসে লিরিক্স | Aaj Hok Na Rong Fyakashe Lyrics | Anjan Dutta1 min read

আজ হোক না রং ফ্যাকাসে

আজ হোক না রং ফ্যাকাসে তোমার আমার আকাশে,
চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত,
বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক,
ফুল ফুটুক নাই বা ফুটুক আজই বসন্ত।

আজ হোক না রং ফ্যাকাসে তোমার আমার আকাশে,
চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত,
বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক,
ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত।
আজ হোক না রং ফ্যাকাসে আকাশে…

হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে,
হারিয়ে যাবো আমরা সময়ের অগোচরে।
হতেও পারে এটাই শুধু ভালোবাসার নাভিশ্বাস,
হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস।
দিনটা হোক না যতই মেঘলা,
ঘরে থাকব না পরে একলা,
চলো বেরিয়ে পড়ি যেদিকে দুচোখ যায়।

কেউ জানুক, নাইবা জানুক,
কেউ মানুক, নাইবা মানুক,
আমি লিখব স্বপ্ন আমার কবিতায়।
যে যা বলে বলুক,
গান চলুক নাই বা চলুক,
হোক না সময় যতই ভারাক্রান্ত।
বৃষ্টি নামুক নাই বা নামুক,
ঝড় উঠুক নাই বা উঠুক,
ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত।
আজ হোকনা রং ফ্যাকাসে আকাশে…

হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে,
হারিয়ে যাবো আমরা সময়ের অগোচরে।
হতেও পারে এটাই শুধু ভালোবাসার নাভিশ্বাস,
হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস।
দিনটা হোক না যতই মেঘলা
ঘরে থাকব না পরে একলা,
চলো বেরিয়ে পড়ি যেদিকে দুচোখ যায়।

কেউ জানুক, নাইবা জানুক,
কেউ মানুক, নাইবা মানুক।
আমি লিখব স্বপ্ন আমার কবিতায় ।
যে যা বলে বলুক,
গান চলুক নাই বা চলুক,
হোক না সময় যতই ভারাক্রান্ত।
বৃষ্টি নামুক নাই বা নামুক,
ঝড় উঠুক নাই বা উঠুক,
ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত।
আজ হোক না রং ফ্যাকাসে আকাশে…

গানআজ হোক না রং ফ্যাকাসেশিল্পীঅঞ্জন দত্ত
সাল১৯৯৮কথা ও সুরঅঞ্জন দত্ত
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x