তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না,
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না।
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা,
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই।
রঞ্জনা আমি আর আসবো না,
এখানে রঞ্জনা আমি আর আসবো না।
তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি,
তোমার পি সি চন্দ্রের ঝুমকো কানের দুল,
আজ বারোই মে তাই সকাল থেকে
জন্মদিনের তোড়া তোড়া ফুল।
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবে না,
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিয়ে তুমি করছো না।
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দী,
আ-হা-হা-হা, আ হা, আ-হা-হা-হা
আ হা, আ-হা-হা।
আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা।
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না।
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে॥
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,
এ আগুন ছড়িয়ে গেল সব খানে॥
আমি তোমায় যত শুনিয়েছিলেম গান
তার বদলে আমি চাই নে কোনো দান॥