সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’-
সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে॥
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে,
আনন্দবসন্তসমাগমে॥
বিকশিত প্রীতিকুসুম হে
পুলকিত চিতকাননে॥
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি কোন্ নব চঞ্চল ছন্দে।
মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে ।।
আসে কোন্ তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত -
আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে ।।
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ।
তব ভুবনে তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান॥
ভালোবাসি, ভালোবাসি-
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি॥
ভাল কইরা বাজান গো দোতরা
সুন্দরী কমলা নাচে। (২)
সুন্দরী কমলা চরণে নূপুর (২)
রিনিঝিনি কইরা দোলে রে।
ভাল কইরা বাজান গো দোতরা
সুন্দরী কমলা নাচে।
ভাল কইরা বাজান দোতরা
সুন্দরী কমলা নাচে।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশি ।
আমি হব বলে চরণ দাসী
হব বলে চরণ দাসী
ও তা হয়না কপাল গুণে
ও তা হয়না কপাল গুণে
আমার মনের মানুষেরও সনে
আমার মনের মানুষেরও সনে ।
আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে?
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে?
আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর।