ভাল কইরা বাজান গো দোতরা
সুন্দরী কমলা নাচে। (২)
সুন্দরী কমলা চরণে নূপুর (২)
রিনিঝিনি কইরা দোলে রে।
ভাল কইরা বাজান গো দোতরা
সুন্দরী কমলা নাচে।
ভাল কইরা বাজান দোতরা
সুন্দরী কমলা নাচে।
সুন্দরী কমলা পরনে শাড়ি আহা
রৌদে ঝলমল করে রে
সুন্দরী কমলা পরনে শাড়ি
সুন্দরী কমলা পরনে শাড়ি আহা
রৌদে ঝলমল করে রে।
সুন্দরী কমলা নাকে নোলক (২)
টলমল কইরা দোলে রে।
ভাল কইরা বাজান গো দোতরা
সুন্দরী কমলা নাচে।
ভাল কইরা বাজান দোতরা
সুন্দরী কমলা নাচে।
এ-বাড়ি হইতে ও-বাড়ি যায় রে
ঘাটাবাড়ি ঝিলমিল পানি রে।
এ-বাড়ি হইতে ও-বাড়ি যায় রে
এ-বাড়ি হইতে ও-বাড়ি যায় রে
ঘাটাবাড়ি ঝিলমিল পানি রে।
আমার ভিজিল জামা জোড়া
কইন্যার ভিজিল শাড়ি রে।
ভাল কইরা বাজান গো দোতরা
সুন্দরী কমলা নাচে।
ভাল কইরা বাজান দোতরা
সুন্দরী কমলা নাচে।
সুন্দরী কমলা,
সুন্দরী কমলা চরণে নূপুর (২)
রিনিঝিনি কইরা দোলে রে।
ভাল কইরা বাজান গো দোতরা
সুন্দরী কমলা নাচে।
ভাল কইরা বাজান দোতরা
সুন্দরী কমলা নাচে। (২)
ভাল কইরা বাজান গো দোতরা
সুন্দরী কমলা নাচে।
গান | ভাল কইরা বাজান গো দোতরা | কথা | লোকগীতি |
শিল্পী | লোপামুদ্রা মিত্র | সুর | লোকগীতি |