পৃথিবীটা নাকি ছোট হতে হতে লিরিক্স | Prithibita Naki Chhoto Hote Hote Lyrics1 min read

পৃথিবীটা নাকি ছোট হতে হতে 

পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দী,
আ-হা-হা-হা, আ হা, আ-হা-হা-হা
আ হা, আ-হা-হা।

ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে দেশ কাল-সীমানার গন্ডি,
আ-হা-হা-হা, আ হা, আ-হা-হা-হা
আ হা, আ-হা-হা।

ভেবে দেখেছো কি?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। (২)

সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি,
আ-হা-হা-হা, আ হা, আ-হা-হা-হা
আ হা, আ-হা-হা।

পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার-আমার ভাড়াটের নয়া ফন্দি,
আ-হা-হা-হা, আ হা, আ-হা-হা-হা
আ হা, আ-হা-হা।

ভেবে দেখেছো কি?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। (২)

স্বপ্ন বেচার চোরাকারবার
জায়গাতো নেই তোমার আমার
চোখ ধাঁধাঁনোর এই খেলা শুধু ভঙ্গী,
আ-হা-হা-হা, আ হা, আ-হা-হা-হা
আ হা, আ-হা-হা।

তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন্ রাস্তায়
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী,
আ-হা-হা-হা, আ হা, আ-হা-হা-হা
আ হা, আ-হা-হা।

ভেবে দেখেছো কি?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। (২)

গানপৃথিবীটা নাকি ছোট হতে হতেশিল্পীমহীনের ঘোড়াগুলি / ক্রসউইন্ডস
আ্যলবামআবার বছর কুড়ি পরেকথা ও সুরগৌতম চট্টোপাধ্যায়
সাল১৯৯৯ব্যান্ডমহীনের ঘোড়াগুলি / ক্রসউইন্ডস
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x