ফিরিয়ে দাও (নিঃস্ব করেছো আমায়)
নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়,
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়। (২)
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ,
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও হারানো দিনগুলো,
এভাবে চলে যেও না।
আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে,
যত সুর ছিল মনে; কেন মুছে দিলে?
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ,
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও হারানো দিনগুলো,
এভাবে চলে যেও না।
অকারণ অভিমানে তুমি চলে যেও না,
মায়াবী এ বাঁধন ছিড়ে দূরে সরে যেও না।
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ,
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও হারানো দিনগুলো,
এভাবে চলে যেও না।
নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়,
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়। (২)
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ,
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও হারানো দিনগুলো,
এভাবে চলে যেও না।
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও হারানো দিনগুলো,
এভাবে চলে যেও না। (২)
গান | ফিরিয়ে দাও (নিঃস্ব করেছো আমায়) | শিল্পী | শাফিন আহমেদ |
আ্যলবাম | প্রত্যাশা | কথা | মাহমুদ খুরশিদ |
সাল | ১৯৯৩ | ব্যান্ড | মাইলস্ |