শিউলি ফুলের নোলক দেব
দেব কাচের চুড়ি,
খোপায় আমি বেঁধে দেব
হলুদ সোনাঝুড়ি।
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে ॥
একবার বিদায় দে মা ঘুরে আসি
হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী।
আমি হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী।
ভয় কি মরণে রাখিতে সন্তানে,
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে॥
তাথৈ তাথৈ থৈ দ্রিমী দ্রিমী দং দং,
ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে।
ভয় কি মরণে
ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জনম
ধন্য হয়েছি ধন্য গো।
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।
উঠো গো ভারত-লক্ষ্মী,
উঠো আদি-জগত-জন-পূজ্যা।
দুঃখ দৈন্য সব নাশি,
করো দূরিত ভারত-লজ্জা।
বল বল বল সবে
শত বীণা বেনু রবে,
ভারত আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে।
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর,
হও উন্নতশির - নাহি ভয়।