হও ধরমেতে ধীর লিরিক্স | Hao Dharamete Dhir Lyrics | Patriotic Song1 min read

হও ধরমেতে ধীর

হও ধরমেতে ধীর, হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়। (২)
ভুলি ভেদাভেদ-জ্ঞান হও সবে আগুয়ান,
সাথে আছে ভগবান – হবে জয়।
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়। (২)

তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ,
হতে পারি দীন, তবু নহি মোরা হীন। (২)
ভারতে গগনে, পুনঃ আসিবে সুদিন। (২)
ওই দেখো প্রভাত-উদয়। (২)
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়। (২)

নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান। (২)
দেখিয়া ভারতে মহাজাতির উত্থান। (২)
জগজন মানিবে বিস্ময়! (২)
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়। (২)

ভুলি ভেদাভেদ-জ্ঞান হও সবে আগুয়ান,
সাথে আছে ভগবান – হবে জয়।
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়। (২)

গানহও ধরমেতে ধীরশিল্পীলোপামুদ্রা মিত্র
আ্যলবামবঙ্গ আমার জননী আমারকথাঅতুলপ্রসাদ সেন
সাল২০১০ সুরঅতুলপ্রসাদ সেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x