হও ধরমেতে ধীর
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়। (২)
ভুলি ভেদাভেদ-জ্ঞান হও সবে আগুয়ান,
সাথে আছে ভগবান – হবে জয়।
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়। (২)
তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ,
হতে পারি দীন, তবু নহি মোরা হীন। (২)
ভারতে গগনে, পুনঃ আসিবে সুদিন। (২)
ওই দেখো প্রভাত-উদয়। (২)
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়। (২)
নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান। (২)
দেখিয়া ভারতে মহাজাতির উত্থান। (২)
জগজন মানিবে বিস্ময়! (২)
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়। (২)
ভুলি ভেদাভেদ-জ্ঞান হও সবে আগুয়ান,
সাথে আছে ভগবান – হবে জয়।
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়। (২)
গান | হও ধরমেতে ধীর | শিল্পী | লোপামুদ্রা মিত্র |
আ্যলবাম | বঙ্গ আমার জননী আমার | কথা | অতুলপ্রসাদ সেন |
সাল | ২০১০ | সুর | অতুলপ্রসাদ সেন |