বল বল বল সবে লিরিক্স | Bolo Bolo Bolo Sobe Lyrics | Patriotic Song1 min read

বল বল বল সবে

বল বল বল সবে
শত বীণা বেনু রবে,
ভারত আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান হবে, কর্মে মহান হবে
নব দিনমণি উদিবে আবার
পুরাতন এ পুরবে।

আজও গিরিরাজ রয়েছে প্রহরী
ঘিরি তিনদিক নাচিছে লহরী,
যায় নি শুকায়ে গঙ্গা গোদাবরী
এখনও অমৃতবাহিনী।
প্রতি প্রান্তর, প্রতি গুহাবন
প্রতি জনপদ তীর্থ অগুনন,
কহিছে গৌরব কাহিনী।

বল বল বল সবে
শত বীণা বেনু রবে,
ভারত আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান হবে, কর্মে মহান হবে
নব দিনমণি উদিবে আবার
পুরাতন এ পুরবে।

ভোলেনি ভারত, ভোলেনি সে কথা
অহিংসার বাণী উঠেছিল হেথা,
নানক, নিমাই করেছিল ভাই,
সকল ভারত নন্দনে।
ভুলি ধর্ম-দ্বেষ, জাতি-অভিমান
ত্রিশকোটি দেহ হবে এক প্রাণ,
একজাতি প্রেম-বন্ধনে।

বল বল বল সবে
শত বীণা বেনু রবে,
ভারত আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান হবে, কর্মে মহান হবে
নব দিনমণি উদিবে আবার
পুরাতন এ পুরবে।

এস হে কৃষক কুটির-নিবাসী
এস অনার্য গিরি-বনবাসী,
এস হে সংসারী, এস হে সন্ন্যাসী
মিল হে মায়েরও চরণে।
এস হে হিন্দু, এস মুসলমান
এস হে পারসী, বৌদ্ধ, খৃষ্টিয়ান্,
মিল হে মায়ের চরণে।

বল বল বল সবে
শত বীণা বেনু রবে,
ভারত আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান হবে, কর্মে মহান হবে
নব দিনমণি উদিবে আবার
পুরাতন এ পুরবে। (৩)

গানবল বল বল সবেশিল্পীঅনুপ ঘোষাল
আ্যলবামস্বদেশ আমারকথাঅতুলপ্রসাদ সেন
সাল১৯৮১ সুরঅতুলপ্রসাদ সেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x