আমি বাংলায় গান গাই লিরিক্স | Ami Banglay Gaan Gai Lyrics | Patriotic Song1 min read

আমি বাংলায় গান গাই

আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই। (২)

আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।

বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। (২)
আহা হাহা ..

আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি,
বাংলায় জেগে রই।

আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে
করি বাংলায় চিৎকার।

বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। (২)
আহা হাহা ..

আমি বাংলায় ভালবাসি,
আমি বাংলাকে ভালবাসি
আমি তারই হাত ধরে-
সারা পৃথিবীর মানুষের কাছে আসি।

আমি যা কিছু মহান
বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী
সাত সাগরের জল গঙ্গায়, পদ্মায়।

বাংলা আমার তৃষ্ণার জল,
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। (২)

আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।

আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।

বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। (২)

গানআমি বাংলায় গান গাইশিল্পীপ্রতুল মুখোপাধ্যায়
আ্যলবামআমি বাংলায় গান গাইকথাপ্রতুল মুখোপাধ্যায়
সাল২০১৭ সুরপ্রতুল মুখোপাধ্যায়
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x