প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।
তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড়।
কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে।
আশ্বিন ও ফাগুন মাসে
পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,
উথালি পাথালি মনে
আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে।
কিছু স্বপ্ন, কিছু মেঘলা
কিছু বই টই ধুলো লাগা,
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে
এ বসন্ত রাত জাগা।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
এ জীবন পুণ্য করো দহন-দানে॥
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার এই দেবলয়ের প্রদীপ করো-
নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে॥
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর॥
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে॥
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
জানি নাই তো তুমি এলে আমার ঘরে॥
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্ দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।