টাপা টিনি
আশ্বিন ও ফাগুন মাসে
পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,
উথালি পাথালি মনে
আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। (২)
হেই হো পিয়ালী রে
হেই হো দুলালী রে, (২)
আশ্বিন ও ফাগুন মাসে
পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,
উথালি পাথালি মনে
আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে।
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা,
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা,
উলো কুটি ধূলো কুটি
গৌরী হেন ঝি,
তোর কপালে বুড়হা বর
করবো আমি কি?
নকশা কাটা, পানের বাটা
মুখ ঢেকেছে সুখ সায়রের কন্যে,
খোঁপার কাঁটা, চন্দন বাটা
সুহাগ রাতের পেসাদ সবার জন্যে।
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা,
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা,
উলো কুটি ধুলো কুটি
গৌরী হেন ঝি,
তোর কপালে বুড়হা বর
করবো আমি কি?
আশ্বিন ও ফাগুন মাসে
পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,
উথালি পাথালি মনে
আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে।
নতুন বিয়ের ফুল,
নতুন ঝিঙে ফুল,
বাঁধলো সখী চুল, বিবিয়ানা,
নতুন বিয়ের ফুল,
নতুন কানের দুল,
বাঁধলো সখী চুল, বিবিয়ানা। (২)
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা,
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা,
উলো কুটি ধুলো কুটি
গৌরী হেন ঝি,
তোর কপালে বুড়হা বর
করবো আমি কি?
নতুন বিয়ের ফুল,
নতুন ঝিঙে ফুল,
বাঁধলো সখী চুল, বিবিয়ানা।
গান | টাপা টিনি | শিল্পী | ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য এবং উপালি চট্টোপাধ্যায় |
ছায়াছবি | বেলাশুরু | কথা | অনিন্দ্য চ্যাটার্জি |
সাল | ২০২২ | সুর | অনিন্দ্য চ্যাটার্জি |