মন মোর মেঘের সঙ্গী লিরিক্স | Mono Mor Megher Sangi Lyrics | Rabindrasangeet1 min read

মন মোর মেঘের সঙ্গী

মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্ দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। (২)

মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে। (২)
ঝঞ্ঝনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।
কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়-আহ্বানে॥

মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্ দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।

বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে। (২)
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল-তমাল-অরণ্যে (২)
ক্ষুব্ধ শাখার আন্দোলনে॥

মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্ দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। (৩)

গানমন মোর মেঘের সঙ্গীকণ্ঠরাঘব চট্টোপাধ্যায়
কথারবীন্দ্রনাথ ঠাকুরসুররবীন্দ্রনাথ ঠাকুর
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x