নীল দিগন্তে লিরিক্স | Neel Digante Lyrics | Gotro Movie1 min read

নীল দিগন্তে

কিছু স্বপ্ন, কিছু মেঘলা
কিছু বই টই ধুলো লাগা,
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে
এই বসন্ত রাত জাগা।

মম চিত্তে, পাশ ফিরতে
আজ পলাশ ফুলের কাব্য,
নিতি নৃত্যে, ফুল ছিড়তে
শুধু তোমার কথাই ভাববো।

আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল
হৃদ মাঝারে থাক।

নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।

দিগন্তে সুরের আগুন
জ্বলছে অবুঝ ফাগুন, (২)
করছে কি ভয়-টয়,
মন হলে নয়-ছয়;
পাতা ঝরার মরসুম।

আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল,
হৃদ মাঝারে থাক।

নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।

কিছু স্বপ্ন, কিছু মেঘলা
চোখে চোখ রাখা এক রত্তি,
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে
মনে ইতিউতি তিন সত্যি।
তার সঙ্গে, বিভঙ্গে
দেখি কি হয়, ভালো মন্দে
কি মৃদঙ্গে, সে তরঙ্গে
এলো ঢেউ কুচ কুচ সন্ধ্যে।

আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল,
হৃদ মাঝারে থাক।

নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।

গাননীল দিগন্তেশিল্পীশ্রেয়া ঘোষাল
ছায়াছবিগোত্র কথা“রবীন্দ্র সঙ্গীত” এর পুনর্নির্মাণ সংস্করণ
সাল২০১৯ সুরঅনিন্দ্য চট্টোপাধ্যায়
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x