আনন্দলোকে মঙ্গলালোকে
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর॥
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে, (২)
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে॥
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকূল দ্রুত বেগে (২)
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে॥
ধরণী’পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা (২)
ফুলপল্লব-গীতগন্ধ-সুন্দর-বরনে॥
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর॥
বহে জীবন রজনীদিন চিরনূতনধারা, (২)
করুণা তব অবিশ্রাম জনমে মরণে॥
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ, (২)
কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে॥
জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব (২)
শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে॥
গান | আনন্দলোকে মঙ্গলালোকে | কণ্ঠ | অন্তরা চৌধুরী ও অন্যান্য |
কথা | রবীন্দ্রনাথ ঠাকুর | সুর | রবীন্দ্রনাথ ঠাকুর |