উঠো গো ভারত-লক্ষ্মী লিরিক্স | Utho Go Bharata Lakshmi Lyrics | Patriotic Song1 min read

উঠো গো ভারত-লক্ষ্মী

উঠো গো ভারত-লক্ষ্মী,
উঠো আদি-জগত-জন-পূজ্যা।
দুঃখ দৈন্য সব নাশি,
করো দূরিত ভারত-লজ্জা।
ছাড়ো গো ছাড়ো শোকশয্যা,
কর সজ্জা
পুনঃ কমল-কনক-ধন-ধান্যে!

জননী গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে।
কাঁদিছে তব চরণতলে,
ত্রিংশতি কোটি নরনারী গো।

কাণ্ডারী নাহিকো কমলা,
দুখলাঞ্ছিত ভারতবর্ষে।
শঙ্কিত মোরা সব যাত্রী,
কালসাগর-কম্পন-দর্শে।
তোমার অভয়-পদ-স্পর্শে, নব হর্ষে,
পুনঃ চলিবে তরণী শুভ লক্ষ্যে।

জননী গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে।
কাঁদিছে তব চরণতলে,
ত্রিংশতি কোটি নরনারী গো।

ভারত-শ্মশান করো পূর্ণ,
পুনঃ কোকিল-কূজিত কুঞ্জে,
দ্বেষ-হিংসা করি চূর্ণ,
করো পূরিত প্রেম-অলি-গুঞ্জে,
দূরিত করি পাপ-পুঞ্জে তপঃ-তুঞ্জে,
পুনঃ বিমল করো ভারত পুণ্যে।

জননী গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে।
কাঁদিছে তব চরণতলে,
ত্রিংশতি কোটি নরনারী গো।

উঠো গো ভারত-লক্ষ্মী,
উঠো আদি-জগত-জন-পূজ্যা।
দুঃখ দৈন্য সব নাশি,
করো দূরিত ভারত-লজ্জা।
ছাড়ো গো ছাড়ো শোকশয্যা,
কর সজ্জা
পুনঃ কমল-কনক-ধন-ধান্যে!

গানউঠো গো ভারত-লক্ষ্মীশিল্পীশ্রাবণী সেন
আ্যলবামবঙ্গ আমার জননী আমারকথাঅতুলপ্রসাদ সেন
সাল২০১২ সুরঅতুলপ্রসাদ সেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x