BlueMoon

BlueMoon

I believe the world is a fair place where everyone gets to play their part.

শুনতে কি চাও লিরিক্স | Shunte Ki Chao Lyrics | Anjan Dutta

শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বে-সুরো সুর,
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর।
দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটাকে,
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে।

জাগরণে যায় বিভাবরী লিরিক্স | Jagarane Jay Bibhabari Lyrics | Rabindrasangeet

জাগরণে যায় বিভাবরী-
আঁখি হতে ঘুম নিল হরি মরি মরি।
যার লাগি ফিরি একা একা-আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি॥

সেদিন দুজনে দুলেছিনু বনে লিরিক্স | Sedin Dujane Dulechhinu Bane Lyrics | Rabindrasangeet

সেদিন দুজনে দুলেছিনু বনে,ফুলডোরে বাঁধা ঝুলনা।
সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না॥
সেদিন বাতাসে ছিল তুমি জানো-আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা॥