বৃদ্ধাশ্রম লিরিক্স | Briddhashram Lyrics | Anjan Dutta1 min read

বৃদ্ধাশ্রম

ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। (২)
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম !

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ও সব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। (২)
ওর বাবার ছবি, ঘড়ি ছড়ি, বিদেয় হল তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়ো ময়না।
স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম !

নিজে হাতে ভাত খেতে পারতো না কো খোকা
বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে
খোকা বোধ হয় আর কাঁদে না নেই বুঝি আর মনে
ছোট্ট বেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে
দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে।
দুহাত আজো খোঁজে ভুলে যায় যে একদম
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম !

খোকারও হয়েছে ছেলে দু’বছর হোলো
আর তো মাত্র বছর পঁচিশ ঠাকুর মুখ তোলো।
একশ বছর বাঁচতে চাই এখন আমার ষাট
পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি
খোকা, আমি দু’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম ! (৩)

গানবৃদ্ধাশ্রমশিল্পীনচিকেতা
আ্যলবামদলছুটকথানচিকেতা
সাল১৯৯৯সুরনচিকেতা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x