টাকা সঙ্গে যাবে না লিরিক্স | Taka Sange Jabe Na Lyrics | Jibanmukhi1 min read

টাকা সঙ্গে যাবে না

টাকা সঙ্গে যাবে না,
পয়সা সঙ্গে যাবে না। (২)
সোনাদানা গয়নাগাটি,
একদিন তোর হবে মাটি।
এক টুকরো কাপড়ও কেউ,
অঙ্গে দেবে না।
টাকা সঙ্গে যাবে না,
পয়সা সঙ্গে যাবে না।

অনেক জমা অনেক জমি,
কত না দেশ বিদেশ ভ্রমি। (২)
তৈজসের গুমর নিয়ে
বারেক বাড়ি বারেক কমি।
সাড়ে তিন হাত জমির বেশী (২)
কেউ তো দেবে না।
সোনাদানা গয়নাগাটি,
একদিন তোর হবে মাটি।
এক টুকরো কাপড়ও কেউ,
অঙ্গে দেবে না।
টাকা সঙ্গে যাবে না,
পয়সা সঙ্গে যাবে না।

পূজ্য পিতা মা জননী,
পুত্র কন্যা ভাই ভগিনী। (২)
মিলে লাখো স্বজন বান্ধব,
শুধুই পথের চেনাচিনি।
শেষের বান্ধব শুধুই হরি (২)
আর কেউ সঙ্গী হবে না।
সোনাদানা গয়নাগাটি,
একদিন তোর হবে মাটি,
এক টুকরো কাপড়ও কেউ,
অঙ্গে দেবে না।
টাকা সঙ্গে যাবে না
পয়সা সঙ্গে যাবে না। (২)

গানটাকা সঙ্গে যাবে নাশিল্পীসনজিত মন্ডল
কথাক্ষিতীশ সাঁতরাসুরসনজিত মন্ডল
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x