শুনতে কি চাও লিরিক্স | Shunte Ki Chao Lyrics | Anjan Dutta1 min read

শুনতে কি চাও

শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বে-সুরো সুর,
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর।
দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটাকে,
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে।
স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা
সেই অদ্ভুত ফাটা বাঁশ আর মাটির সুর টানা টানা।
দু’দিনের সম্পদ দু’টাকার বাজনার বিষ্ময়,
তারপর কখন হঠাৎ সুখের মানে পাল্টে যায়।
তারপর টিফিনের পয়সা দিয়ে সিগারেট
কলেজ কেটে সিনেমা বান্ধবীর সাথে কাটলেট।

আসে দশটা পাঁচটা সেই এক রুটের বাসটা তারপর
সবার মতই পড়তে হয় যে কাগজের টোপর।
এখন মাসের শেষে মাঝে মধ্যে কান্না পায়
মিনিবাসে দাঁড়িয়ে অফিস যাবার সময়।
এখন বুঝেছি সেই অদ্ভুত সুরের কি মানে,
ফিরে তো যাওয়া যায় না যে আর সেখানে।
যেতে হবে যে তোমাকে আমাকে চলে
লুকোনো টেক্কা সংসারের এক্কা দোক্কা ফেলে।
প্রথমে যাবে ঘর-দোর দোকানপাট তারপর হৃদয়
কিছুই হলো না বাজানো গেল না সময়।

ইদানিং সে সুরটা শুনতে যে খুব ইচ্ছে হয়
কিন্তু সেই খেলনাওয়ালা আর আসে না পাড়ায়।
হয়তো কোন অন্য অলি-গলি ঘুরে,
অন্য কোন কাউকে টানছে সে অদ্ভুত সুরে। (২)
শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বে-সুরো সুর,
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর।
দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটাকে,
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে। (৩)

গানশুনতে কি চাওশিল্পীঅঞ্জন দত্ত
আ্যলবামশুনতে কি চাওকথাঅঞ্জন দত্ত
সাল১৯৯৪সুরঅঞ্জন দত্ত
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x