WhiteHorse

WhiteHorse

সকাল বেলার আলো

শিশির ভেজা ঘাসের ওপর তোমার নগ্ন পায়ের নরম ছোঁয়ায়, হারিয়ে গেলো হৃদয় আমার মৃদু হাওয়ার আলতো দোলায়।

তুমি ছিলে বলে

তুমি ছিলে বলে, আবার এসেছি ফিরে জোনাকীর ভিড়ে। তারা গুণে রাতের শেষে, পথ ভুলে পথ পেয়ে অনেকটা পথ হেঁটে, এসেছি তোমার কাছে।

রুদ্ধদ্বার

হে ভগবান, তোমার দ্বারে, আসি বারে বারে। তবে কেনো মোরে, ফিরিয়ে দাও অগোচোরে?

জীবন-যুদ্ধ

এ যুদ্ধ যুদ্ধের জন্যে নয়, এ যুদ্ধ অস্তিত্বের লড়াই। এ যুদ্ধে সৈন্য, হাতি, ঘোড়া নেই, বোমা-বারুদ, কামান নেই।