জীবন-যুদ্ধ1 min readWhiteHorseMarch 21, 2022Poem Views: 1,296 এ যুদ্ধ যুদ্ধের জন্যে নয়,এ যুদ্ধ অস্তিত্বের লড়াই।এ যুদ্ধে সৈন্য, হাতি, ঘোড়া নেই,বোমা-বারুদ, কামান নেই।তবু লড়তে হয়, বাঁচার জন্যে, প্রতিদিন, প্রতি পদক্ষেপে।এ যুদ্ধে সবাই রাজা,সবাই জয়ী হতে চায়।এ যুদ্ধ জীবন-যুদ্ধ।