দেবদূত1 min readWhiteHorseMay 31, 2022Life, Poem Views: 591 দেবদূত তুমি নেমে এসো,ঘুচাও পৃথিবীর অন্ধকার।আর কতদিন থাকবে নীরব?শুনবে মানুষের হাহাকার।যুগ যুগ ধরে চলে আসা সভ্যতায়,হয়নি আজও ভালোবাসার স্থান।মানুষ মানুষে লড়ে,সততার গলা টিপে নেয় প্রাণ।