হে কবি, খুব জানতে ইচ্ছে করে,
কি করে তুমি লিখেছো এত কথা?
আমাদের জীবনের প্রতি মুহূ্র্তের অনুভূতিগুলি
সাজিয়েছো তুমি তোমার ছন্দে।
খুব জানতে ইচ্ছে করে, কেমন ছিল তোমার দিনগুলি?
কোথা থেকে পেয়েছো এত অনুপ্রেরণা?
কিসের তাড়নায় সৃষ্টি করেছো এই বিশাল সম্ভার,
কোথা থেকে পেয়েছো এত শক্তি, এত মনোবল?
কি করে তুমি শুনেছো কোটি মানুষের হৃদয়ের ধ্বনি?
আপন করেছো সকলের সুখ-দুঃখ-কষ্ট-গ্লানি।
নিজের জীবনের পাহাড়-সম শোকের মধ্যেও,
একটি দিনের জন্যও থেমে থাকো নি তুমি।
নিরন্তর তোমার সাধনায় ছিলে রত,
জগতের সকল স্থানেই বিচরণ করেছো তুমি।
অদম্য চেষ্টায় গড়ে তুলেছো শিক্ষার পূণ্যস্থল, গড়েছো ভ্রাতৃত্বের বন্ধন,
মানুষের পাশে থেকে মানুষের কথা লিখে গেছো তুমি।
হে মহান সাধক, তুমি মানুষের কবি।
বিধাতার অনন্য় সৃষ্টি,
হে কবি, শত সহস্র কোটি প্রণাম তোমায়।
Subscribe
Login
0 Comments