তুমি ছিলে বলে,
আবার এসেছি ফিরে জোনাকীর ভিড়ে।
তারা গুনে রাতের শেষে,
পথ ভুলে পথ পেয়ে
অনেকটা পথ হেঁটে,
এসেছি তোমার কাছে।
তুমি ছিলে বলে,
সাধ জেগেছিলো মনে,
পক্ষিরাজের পিঠে চেপে
সাত সমুদ্র পারি দিয়ে,
তোমায় নিয়ে যাবো
দূরে ওই চাঁদের দেশে।
তুমি ছিলে বলে,
আমার স্বপ্নে তুমি এসেছিলে
কানে কানে বলে দিতে,
দেখো, সব মিলে মিশে এক হয়ে যাবে।
আর সেই রাতে
আকাশের সমস্ত প্রদীপ জ্বলে উঠেছিলো।