No items were found matching your selection.
জেরেমির বেহালা লিরিক্স | Jeremir Behala Lyrics | Anjan Dutta
চুপি চুপি রাত নেমে এলে পরে ভাঙ্গা জানলার শার্সিটা খুলে যায়। কালি ঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায়।
মিস্টার হল লিরিক্স | Mr. Hall Lyrics | Anjan Dutta
কানে বাজে এখনো পুরনো সে পিয়ানোর ঝঙ্কার নিকোটিনে হলদে হয়ে যাওয়া দশটা আঙুল, সারি বেঁধে দাঁড়িয়ে একশ মাইলের গানটা একশ বার শুনেও একশ বার হতো ভুল।
চাই শুধু তোমায় লিরিক্স | Chai Shudhu Tomay Lyrics | Cactus
সবুজ সকাল, সোনালী বিকেল চাই না, চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়, স্বপ্ন কুয়াশা, হৃদয়ে ধোঁয়াশা চাই না, চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়।
বৃষ্টি লিরিক্স | Brishti Lyrics | Anjan Dutta
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি আমি রোদে পুড়ে, ঘুরে ঘুরে অনেক কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবি নি।
তুমি দেখেছো কি লিরিক্স | Tumi Dekhecho Ki Lyrics | Anjan Dutta
তুমি দেখেছো কি হাঁটুজলে ম্যাকলয়েড স্ট্রীট দেখেছো কি বর্ষায়। তুমি চড়েছো কি আব্দুল মানান হোসেনের ভাঙ্গাচুরা রিকশায় ।
আজ হোক না রং ফ্যাকাসে লিরিক্স | Aaj Hok Na Rong Fyakashe Lyrics | Anjan Dutta
আজ হোক না রং ফ্যাকাসে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক আজই বসন্ত।
তুমি না থাকলে লিরিক্স | Tumi Na Thakle Lyrics | Anjan Dutta
তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেতো বৃষ্টি হতো না। তুমি আছো বলে মন কষাকষি, করে হাসাহাসি নাক ঘষাঘষি..
চ্যাপ্টা গোলাপ লিরিক্স | Chapta Golap Lyrics | Anjan Dutta
স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে মেয়েটা ছেলেটা দৌড়ে দৌড়ে এসে হাঁপায়, স্কুলের বাসটা হর্ন দিয়ে যায় তিনবার মেয়েটা দৌড়ে দৌড়ে চলে যায়।
ম্যারী অ্যান লিরিক্স | Mary Ann Lyrics | Anjan Dutta
কালো সাহেবের মেয়ে ইশকুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, কত মার খেয়েছি মুখ বুজে সয়েছি অন্যায় কত অপবাদ।
কাঞ্চন লিরিক্স | Kanchan Lyrics | Anjan Dutta
একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশী রোজগার, ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড়। পারলো না কিছুতেই তোমার কোলকাতা আমাকে ভুলিয়ে দিতে, পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার কাঞ্চনকে।