
এসেছে শরৎকাল,
বাঙ্গালী মেতেছে আবার পূজোর জোয়ারে।
দেবী দুর্গা এবার দোলায় চেপে মর্ত্যে আসছেন,
সাথে তাঁর গোটা পরিবার।

জীবন শূন্য আজ,
ভয়হীন মন।
হারিয়েছি দিশা মাঝপথে,
কালের স্রোতে ভেসে চলেছি সারাক্ষণ।

কখনও সাহস যোগায়,
আবার কখনও জীবনকে করে তোলে বিষাদময়।
আচমকা চোখের সামনে ভেসে ওঠে ছবির মতো।

তুই আমায় বদলে নিতে বলেছিলি,
আমি চাইনি।
সেই আমি আজ, তোর মতো হতে গিয়ে,
নিজেকে হারিয়ে ফেলেছি।

আমি বেঁচে থাকি তোমার সাথে,
তোমার গানে, তোমার কথায়।
বেঁচে থাকি তোমার চুলের সুগন্ধে,
তোমার হাতের নরম ছোঁয়ায়।

তুমি ছিলে বলে,
আবার এসেছি ফিরে জোনাকীর ভিড়ে।
তারা গুণে রাতের শেষে,
পথ ভুলে পথ পেয়ে
অনেকটা পথ হেঁটে,
এসেছি তোমার কাছে।