প্রার্থনা1 min readWhiteHorseMay 30, 2022Life, Poem Views: 583 জীবন শূন্য আজ,ভয়হীন মন।হারিয়েছি দিশা মাঝপথে,কালের স্রোতে ভেসে চলেছি সারাক্ষণ।ক্ষীণ আশা নিয়ে আছি বেঁচে,অগুন্তি মানুষের ভিড়ে।একটু জায়গা দিও মাগো,তোমার শান্তির নীড়ে।