স্বপ্ন স্বপ্ন এই মন,
আরেকটা স্বপ্ন নিয়ে
তোমার আমার জীবন।
স্বপ্ন দিয়েই স্বপ্ন গড়া,
ওই মেঘেদের মতো
চলো হয়ে যাই বাঁধনহারা।
এসো বুনি স্বপ্নের মায়াজাল,
এই ধূসর পৃথিবীটা
স্বপ্নে শুধুই নীল, সবুজ আর লাল।
চাঁদের মায়াবি আলোয়
স্বপ্নেরা জন্ম নেয়,
হেরে যাওয়া মনটা আবার জিততে চায়।
রাশি রাশি স্বপ্নের স্তূপ,
নিজেকেই প্রশ্ন করি
কবে পাবে আমার স্বপ্নেরা বাস্তব রূপ?
ঘড়ির কাঁটায় সময় চলে যায়,
রাতের স্বপ্নে আমি দৌঁড়তে পারি না
স্বপ্নের চোরাবালি জীবন গিলে খায়।
একটা সত্যির স্বপ্ন দিও আমায়
নিজেকে বদলে নেওয়ার,
স্বপ্নের জীবন শুধুই বাঁচতে চায়।
স্বপ্নে পাখা মেলেছে আবার এই মন,
আরেকটা স্বপ্ন নিয়ে
তোমার আমার জীবন।