চোখে ঘুম নেই,
নেই ক্লান্তি, অবসর।
এধার হতে ওধার,
আপন মনে চলছে দুলে দুলে।
নেই সময়ের তাড়া।
জন্ম, মৃত্যু জলে,
জলেই কাটে কৈশোর, যৌবন।
কোনো নাম নেই,
বাবা-মা আছে।
ঠিকানা নেই,
আশ্রয় আছে।
সময় নেই,
সকাল, দুপুর, রাত আছে।
ঠান্ডা-গরমের অনুভূতি আছে।
বিদ্যুত চমকানোর ভয় আছে।
আর আছে অজস্র স্বাধীনতা।
মুখে কথা নেই,
চোখে চোখে বুঝে নেয়
একে অপরের অনুভূতি।
লজ্জা নিবারণের বস্ত্র নেই,
নেই কোনো সাজগোজ,
তবুও অপূর্ব সুন্দর।
ওদেরকে ওদের মতো বাঁচতে দাও,
তোমরা দয়া করে ওদের কৃত্রিম বানিও না।