মুক্তি1 min read

আমাকে মুক্তি দাও
আমার মনে আজ আগুন জ্বলেছে।
ওই পাখিদের মতো ডানা মেলে
আমাকে আজ ভাসতে দাও।
আকাশের সীমানার ওপারে
হয়তো বা সমুদ্রের গভীরে-
আমাকে আজ হারিয়ে যেতে দাও।

ভীষন উত্তাপে জ্বলছে শরীর, মন
বৃষ্টির জলে আমাকে ভিজতে দাও।
অনেক প্রশ্ন জমে আছে
উত্তরের খোঁজে বৃথাই অপেক্ষা!
এ-ভাবেই ফুরিয়ে যাবে জীবন
আশার মেঘ কখনো বৃষ্টি হবে না।

এই স্বার্থপরতার পৃথিবীর সাজানো রঙ্গমঞ্চে
মিথ্যের অভিনয় আমি করবো না।
সবাই জানে অঙ্কের এ সহজ ভুল
তবু গড়মিল দিয়ে চলছে দুনিয়া।
আমার জীবনের সাথে
আমার পৃথিবী শেষ হয়ে যাবে।
শেষবার তোমাদের চিৎকার করে বলছি
আমাকে মুক্তি দাও-
গ্রহ থেকে গ্রহে খুঁজবো আমার সুন্দর পৃথিবী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x