তুমি আসবে তো?
যদি প্রাণভরে ডাকি।
তোমার হৃদয় কী উঠবে কেঁপে?
যদি বাজাই আমার প্রাণের বাঁশি।
তুমিও কী বাসবে ভালো আমায়?
যদি বলি, তোমায় আমি ভালোবাসি।
তুমি ভাসবে তো?
যদি মেঘের মতো ডানা মেলে ভাসি।
তোমার হৃদয় কী ব্যাকুল হবে?
যদি আর ফিরে না আসি।
তুমিও কী বাসবে ভালো আমায়?
যদি বলি, তোমায় আমি ভালোবাসি।
তুমি দেখবে তো?
যদি তোমার পানে চেয়ে থাকি।
তোমার চোখ কী দেবে সায়?
যদি তোমার জন্যে ঘর বাঁধি।
তুমিও কী বাসবে ভালো আমায়?
যদি বলি, তোমায় আমি ভালোবাসি।