No items were found matching your selection.
সখী ভাবনা কাহারে বলে লিরিক্স | Sokhi Bhabana Kahare Bale Lyrics
সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে । তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’- সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়।
যদি তোর ডাক শুনে কেউ না আসে লিরিক্স | Jodi Tor Daak Shune Keu Na Ase Lyrics
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে॥
একি লাবণ্যে পূর্ণ প্রাণ লিরিক্স | Eki Labanye Purna Prana Lyrics
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে, আনন্দবসন্তসমাগমে॥ বিকশিত প্রীতিকুসুম হে পুলকিত চিতকাননে॥
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি লিরিক্স | Mor Bina Othe Kon Sure Baji Lyrics
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি কোন্ নব চঞ্চল ছন্দে। মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে ।। আসে কোন্ তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত – আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে ।।
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে লিরিক্স | Prana Bhoriye Trisha Hariye Lyrics
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো আরো আরো দাও স্থান॥
ভালোবাসি ভালোবাসি লিরিক্স | Bhalobasi Bhalobasi Lyrics
ভালোবাসি, ভালোবাসি- এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥ আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি॥
ভাল কইরা বাজান গো দোতরা লিরিক্স | Bhalo Koira Bajan Go Dotara Lyrics
ভাল কইরা বাজান গো দোতরা সুন্দরী কমলা নাচে। (২) সুন্দরী কমলা চরণে নূপুর (২) রিনিঝিনি কইরা দোলে রে। ভাল কইরা বাজান গো দোতরা সুন্দরী কমলা নাচে। ভাল কইরা বাজান দোতরা সুন্দরী কমলা নাচে।
মনের মানুষ লিরিক্স | Moner Manush Lyrics
চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশি । আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ও তা হয়না কপাল গুণে ও তা হয়না কপাল গুণে আমার মনের মানুষেরও সনে আমার মনের মানুষেরও সনে ।
আমার হাত বান্ধিবি পা বান্ধিবি লিরিক্স | Amar Haat Bandhibi Paa Bandhibi Lyrics
আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরান বান্ধিবি কেমনে?
আগে যদি জানতাম রে বন্ধু লিরিক্স | Age Jodi Jantam Re Bandhu Lyrics
আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর ছাড়িতাম কি বাড়ি আমার ছাড়িতাম না ঘর।