No items were found matching your selection.
বৃদ্ধাশ্রম লিরিক্স | Briddhashram Lyrics | Anjan Dutta
ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
জাগরণে যায় বিভাবরী লিরিক্স | Jagarane Jay Bibhabari Lyrics | Rabindrasangeet
জাগরণে যায় বিভাবরী- আঁখি হতে ঘুম নিল হরি মরি মরি। যার লাগি ফিরি একা একা-আঁখি পিপাসিত, নাহি দেখা, তারি বাঁশি ওগো তারি বাঁশি তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি॥
সেদিন দুজনে দুলেছিনু বনে লিরিক্স | Sedin Dujane Dulechhinu Bane Lyrics | Rabindrasangeet
সেদিন দুজনে দুলেছিনু বনে,ফুলডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না॥ সেদিন বাতাসে ছিল তুমি জানো-আমারি মনের প্রলাপ জড়ানো, আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা॥
কতবার ভেবেছিনু লিরিক্স | Katabara Bhebechhinu Lyrics | Rabindrasangeet
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।
আমি তোমার সঙ্গে লিরিক্স | Ami Tomar Sange Lyrics | Rabindrasangeet
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে- তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে ॥
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে লিরিক্স | Shrabaner Dharar Mato Paruk Jhore Lyrics | Rabindrasangeet
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে॥ পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে- নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে।
মম চিত্তে নিতি নৃত্যে লিরিক্স | Mama Chitte Niti Nritye Lyrics | Rabindrasangeet
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থৈ থৈ, তাতা থৈ থৈ, তাতা থৈ থৈ। তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে তাতা থৈ থৈ, তাতা থৈ থৈ, তাতা থৈ থৈ।
ভালোবেসে সখী নিভৃতে যতনে লিরিক্স | Bhalobese Sokhi Nibhrite Jatane Lyrics
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-তোমার মনের মন্দিরে। আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো-তোমার চরণমঞ্জীরে।
দাঁড়িয়ে আছ তুমি আমার লিরিক্স | Dariye Achho Tumi Amar Lyrics
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে- আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে॥ বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী- এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে॥
আমার পরান যাহা চায় লিরিক্স | Amara Parana Jaha Chay Lyrics
আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো॥