চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশি । (২)
আমি হব বলে চরণ দাসী
হব বলে চরণ দাসী
ও তা হয়না কপাল গুণে
ও তা হয়না কপাল গুণে
আমার মনের মানুষেরও সনে
আমার মনের মানুষেরও সনে ।
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে ।
ম্যায় বহাঁ যা চুকা হুঁ
তু যাহাঁ রহে চুকা হে । (২)
মেরে দিল মে কহি তু ছুপা তো নেহি
মুস্কুরাতা হুয়া তু এহি হে কহি
ঢুঁন্ডতা ফির রহা এক নিশানী তেরি
মিলভি যায়ে তো পুছু কাহানী মেরি
কিস লিয়ে? কিস লিয়ে? জি রহা হুঁ ইহাঁ ।
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
ও আমার মনের মানুষেরও সনে
ও আমার মনের মানুষেরও সনে ।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ । (২)
আমি কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন ।
ওই রূপ হেরিয়ে দর্পণে
ওই রূপ হেরিয়ে দর্পণে
আমার মনের মানুষেরও সনে
আমার মনের মানুষেরও সনে ।
মিলন পানে কো ম্যায় তেরা
ও মিলন পানে কো ম্যায় তেরা
যোগী বনকে ফিরু দেখ বন বন মে
ও যোগী বনকে ফিরু দেখ বন বন মে ।
মেরে মন মে রহনে ওয়ালে
মেরে মন মে রহনে ওয়ালে
কভি তো আ মেরে প্যায়াসী ন্যায়নন মে
ও কভি তো আ মেরে প্যায়াসী ন্যায়নন মে ।
যখন ওই রূপ স্মরণ হয়
থাকে না লোকো লজ্জারও ভয় । (২)
লালন ফকির ভেবে বলে সদা
লালন ফকির ভেবে বলে সদাই ।
ওই প্রেম যে করে সে জানে
হে ওই প্রেম যে করে সে জানে
আমার মনের মানুষেরও সনে
আমার মনের মানুষেরও সনে ।
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষেরও সনে
আমার মনের মানুষেরও সনে ।
গান | মনের মানুষ | শিল্পী | অনুপম রায়, সাত্যকী ব্যানার্জী, বাবুল সুপ্রিয় |
আ্যলবাম | কোক স্টুডিও @ এম টিভি সিজন ৪ | কথা | লালন ফকির |
সাল | ২০১৫ | সুর | লালন ফকির |