এসেছে শরৎকাল1 min read

এসেছে শরৎকাল,
বাঙ্গালী মেতেছে আবার পূজোর জোয়ারে।
দেবী দুর্গা এবার দোলায় চেপে মর্ত্যে আসছেন,
সাথে তাঁর গোটা পরিবার।

ঢাক ঢোল শঙ্খ আর উলুর ধ্বনিতে
দেবীকে স্বাগত জানাচ্ছে সবাই।
জাত-পাত-ভেদ ভুলে
মানুষের এ এক অপূর্ব মহামিলন।

তবে, একটু গভীরে গেলে মনে হয় সবই সাজানো,
কৃত্রিম এ আনন্দের ঢেউ।
লক্ষ লক্ষ মানুষ আজ হিংসায় জ্বলে পুড়ছে,
রক্তের বন্যা বইছে বাংলায়।

তবে, এ কিসের আনন্দ?
কিসের এ জয়গান?
কেনই বা মিথ্যে খুশির হাওয়া?
হয়তো বা দেবীপক্ষে কয়েকদিনের যুদ্ধ বিরতি!

তোমরা বাজিও না বাদ্য আর,
চেঁচিও না আর জোরে।
বাঙ্গালী ভাই বোনেরা ঐক্যবদ্ধ হও।
ভুলে যাও ধর্ম-বর্ন-রাজনীতির ভেদাভেদ,
গড়ে তোলো মনুষ্যত্বের মেলবন্ধন।

চারিদিকে যবে বইবে খুশির হাওয়া
দেবীকে বরণ কোরো তখন।
খুশি হয়ে দশ হাত তুলে
তোমাদের আশীর্বাদ করবেন মা দুর্গা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x