এসেছে শরৎকাল,
বাঙ্গালী মেতেছে আবার পূজোর জোয়ারে।
দেবী দুর্গা এবার দোলায় চেপে মর্ত্যে আসছেন,
সাথে তাঁর গোটা পরিবার।
ঢাক ঢোল শঙ্খ আর উলুর ধ্বনিতে
দেবীকে স্বাগত জানাচ্ছে সবাই।
জাত-পাত-ভেদ ভুলে
মানুষের এ এক অপূর্ব মহামিলন।
তবে, একটু গভীরে গেলে মনে হয় সবই সাজানো,
কৃত্রিম এ আনন্দের ঢেউ।
লক্ষ লক্ষ মানুষ আজ হিংসায় জ্বলে পুড়ছে,
রক্তের বন্যা বইছে বাংলায়।
তবে, এ কিসের আনন্দ?
কিসের এ জয়গান?
কেনই বা মিথ্যে খুশির হাওয়া?
হয়তো বা দেবীপক্ষে কয়েকদিনের যুদ্ধ বিরতি!
তোমরা বাজিও না বাদ্য আর,
চেঁচিও না আর জোরে।
বাঙ্গালী ভাই বোনেরা ঐক্যবদ্ধ হও।
ভুলে যাও ধর্ম-বর্ন-রাজনীতির ভেদাভেদ,
গড়ে তোলো মনুষ্যত্বের মেলবন্ধন।
চারিদিকে যবে বইবে খুশির হাওয়া
দেবীকে বরণ কোরো তখন।
খুশি হয়ে দশ হাত তুলে
তোমাদের আশীর্বাদ করবেন মা দুর্গা।