বন্দে মাতরম্
বন্দে মাতরম্ (২)
সুজলাং সুফলাং মলয়জশীতলাং
শস্যশ্যামলাং মাতরম্ ! (২)
বন্দে মাতরম্।
শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম্
ফুল্ল কুসুমিত দ্রুমদলশোভিনীম্।
সুহাসিনীং সুমধুরভাষিণীম্,
সুখদাং বরদাং মাতরম্ ।
বন্দে মাতরম্।
সপ্তকোটিকন্ঠ কলকল নিনাদ করালে
দ্বিসপ্তকোটি ভুজৈর্ধৃত খর-করবালে। (২)
অবলা কেন মা এতো বলে
বাহুবলধারিণীং নমামি তারিণীং
রিপুদলবারিণীং মাতরম্ ।
বন্দে মাতরম্ ।
ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী,
কমলা কমলদলবিহারিণী।
বাণী বিদ্যাদায়িণী, নমামি ত্বাম্,
নমামি কমলাং অমলাং অতুলাম্
সুজলাং সুফলাং মাতরম্ ।
শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাম্
ধরণীং ভরণীং মাতরম্ ।
বন্দে মাতরম্।
গান | বন্দে মাতরম্ | শিল্পী | লতা মঙ্গেশকর ও অন্যান্য |
সিনেমা | আনন্দমঠ | কথা | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
সাল | ১৯৫২ | সুর | হেমন্ত কুমার |