সর্বত মঙ্গল রাধে লিরিক্স | Sorboto Mongolo Radhe Lyrics | যুবতী রাধে | বিনোদিনী রাই1 min read

সর্বত মঙ্গল রাধে

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই
বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই,
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়
পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়।

জল ভর জল ভর রাধে, ও গোয়ালের ঝি
কলস আমার পূর্ণ কর রাধে বিনোদি,
কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়।

কালো কালো করিস না লো, ও গোয়ালের ঝি
আমায় বিধাতা করেছে কালো আমি করবো কি?
এক কালো যমুনার জল, সর্ব প্রাণী খায়
আর এক কালো আমি কৃষ্ণ, সকল রাধে চায়।

এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল
সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল,
ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল
মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল।

মরবেনা মরবেনা রাধে, মন্ত্র ভালো জানি
দুই-এক খানা ঝাড়া দিয়ে বিষ করিব পানি,
এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে
সোনার এই যৌবনখানি দান করিব তারে।

এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিল
ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল,
গৃহবাসে গিয়া রাধে আড়ে বিছায় চুল
কদমডালে থাইক্কা কানাই ফিক্কা মারে ফুল।

বিয়া নাকি কর কানাই, বিয়া নাকি কর
পরেরও রমণী দেখে জ্বালায় জ্বলে মর,
বিয়া তো করিব রাধে, বিয়া তো করিব
তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাব?

আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেঁধে যমুনাতে যাও
কোথায় পাব হাঁড় কলসি, কোথায় পাব দড়ি?
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি। (৪)

গানসর্বত মঙ্গল রাধেশিল্পীচঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন
অ্যালবামসর্বত মঙ্গল রাধেকথাজয়দেব / লোকগীতি
সাল২০২১ সুরজয়দেব / লোকগীতি
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x