প্রবাহ1 min read

প্রবাহ – ১

একজন মানুষের জীবনের সবকিছু শেষ হয়ে গেলে বেঁচে থাকা অর্থহীন হয়ে দাঁড়ায়। তবুও বেঁচে থাকতে হয়, কেননা জীবনকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া বড়ই কঠিন।

ট্রেন বেলাইন হয়ে গেলে যেমন লাইনে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব, জীবন অনেকটা সেরকমই। যাঁদের আত্মবিশ্বাস কম হয় বা যাঁরা emotional, তাঁদের ভিত খুবই দুর্বল হয়। হঠাৎ কোনো ঝড়ে নড়বড়ে ভিত সহজেই ভেঙ্গে পড়ে এবং ওলটপালট হয়ে যায় সমস্ত হিসেব।

ঝড় বন্ধ করা যায় না, ঝড় হবেই। এই তো প্রকৃতির নিয়ম। তবে, নিজের প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে ঝড় থেকে হয়তো বাঁচা সম্ভব। এর জন্য open minded, confident, independent, এবং practical হওয়া জরুরী।

প্রবাহ – ২

জীবন কখনো থেমে থাকে না। মানুষের জীবনের প্রবাহ নদীর স্রোতের মতো। সুখ-দুঃখ, ভাঙ্গা-গড়া সব কিছুকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলা।

জগতের সমস্ত মানুষ, পশু-পাখি, কীট-পতঙ্গ ইত্যাদি, যাদের মধ্যে প্রাণ আছে, তারা বাঁচতে চায়। বাঁচার জন্য খাদ্য চায়। একটু সুখ চায়। কেউ শেষ হয়ে যেতে চায় না। ফুরিয়ে যেতে চায় না। নিজেকে প্রমাণ করতে চায় প্রতিটি মুহূর্তে নামের জন্য, যশ-খ্যাতি-অর্থের জন্য। বাকীদের থেকে আরও উপরে ওঠার জন্য। কিন্তু একদিন সব শেষ হয়ে যায়, অন্তহীন চাওয়া-পাওয়ার অবসান ঘটে; জীবন স্তব্ধ হয়ে যায়। তারপর?

তারপর কী হয় কেউ জানে না। যদিও অনেক মতামত আছে এ নিয়ে, তবে সবটাই কল্পনা।

জীবনের দৌড়ে সবাই প্রথম হতে চায়। কেউ জানেনা এই দৌড়ের শেষ কোথায় এবং সার্থকতা কী; তা সত্বেও অনবরত ছুটে চলেছে সবাই।

একজন মানুষের জন্মাবার পর থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত উপলব্ধিগুলোর সমষ্টি হলো তাঁর জীবনের চরম সত্যি। এ সত্যি বাকি পৃথিবীর কাছে মূল্যহীন হলেও ধাপে ধাপে সেই মানুষটির বোধ, ধারণা এবং চেতনার বিকাশে প্রধান ভূমিকা নেয়। উপলব্ধিহীন জীবন অর্থহীন।

প্রবাহ – ৩

একজন মানুষ যা দেখায় সেটা তাঁর পরিচয় নয়; যেটা গোপন রাখার চেষ্টা করে সেটাই তাঁর মনুষ্যত্বের আসল পরিচয়।

এক একজন মানুষ একই সঙ্গে অনেক character play করে। কখনো স্বার্থের জন্য, আবার কখনো বাঁচার জন্য জীবনের রঙ্গমঞ্চে বিভিন্ন ধরনের acting করে চলে। পৃথিবীর মানুষের সামনে এক, আপনজনদের কাছে আর এক এবং নিজের কাছে অন্য আর এক পরিচয়।

যে সমস্ত মানুষ শুধুমাত্র একটি identity নিয়ে চলতে পারে তারা সত্যিই সৎ মানুষদের এবং ভগবানের প্রিয় পাত্র হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x