আবার আসিব ফিরে লিরিক্স | Abar Asibo Phire Lyrics | Patriotic Song1 min read

আবার আসিব ফিরে

আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। (২)
হয়তো মানুষ নয়,
হয়তো শঙ্খচিল শালিখের বেশে।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো ভোরের কাক হয়ে (২)
এই কার্তিকের নবান্নের দেশে।
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব
আসিব এ কাঁঠাল ছায়ায়।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।

হয়তো বা হাঁস হবো,
হাঁস হবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়।
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা
জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি ফিরে (২)
বাংলার ক্ষেত মাঠ নদী ভালবেসে।
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই
এ সবুজ করুণ ডাঙ্গায়।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।

হয়তো দেখিবে চেয়ে
সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো দেখিবে, হয়তো শুনিবে
এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে,
হয়তো শুনিবে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক
উঠানের ঘাসে, ঘাসে,
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক
সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়।

রাঙ্গা মেঘ সাঁতরায় এ অন্ধকারে (২)
দেখিবে ধবল বক আসিতেছে নীড়ে।
আমারেই পাবে ইহাদের ভিড়ে
এ সবুজ করুণ ডাঙায়।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। (২)
হয়তো মানুষ নয়,
হয়তো শঙ্খচিল শালিখের বেশে।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। (২)

গানআবার আসিব ফিরেশিল্পীলোপামুদ্রা মিত্র
আ্যলবামঅন্য হাওয়া কথাজীবনানন্দ দাশ
সাল১৯৯৬ সুরঅরিন্দম ব্যানার্জী
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x