মন আমার দেহ ঘড়ি লিরিক্স | Mon Amar Deha Ghari Lyrics | Jibanmukhi1 min read

মন আমার দেহ ঘড়ি

ঘড়ি দেখতে যদি হয় বাসনা,
চইলা যাও গুরুর কাছে।
যে ঘড়ি তৈয়ার করে সে,
লুকায় ঘড়ির ভিতরে । (২)
মেকার যদি হইতাম আমি,
ঘড়ির জুয়েল পাল্টাইতাম। (২)
জ্ঞান নয়ন খুলিয়া যাইত,
দেখতে পাইতাম চোখের সামনে,
মন আমার দেহ ঘড়ি।

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তরী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি। (২)
একখান চাবি মাইরা,
হা একখান চাবি মাইরা দিছে ছাইড়া
চাবি মাইরা দিছে ছাইড়া,
জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তরী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি।

মাটির একখান কেস বানাইয়া
মেশিন দিছে তার ভিতর,
রং বেরং এর বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর। (২)
দেহঘড়ি চৌদ্দতালা
তার ভিতরে দশটি নালা,
নয়টি খোলা একটি বন্ধ
গোপন একটি তালা আছে।
মন আমার দেহ ঘড়ি।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তরী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি।

ঘড়ির হেয়ার স্প্রিং, জেব্রা কেসিং
লিভার হইলো কলিজায়,
ছয় তার বলে আজব কলে
দিবানিশি প্রেম খেলায়। (২)
তিন পাটে তার গড়ন সারা
বয়লারে মেশিনের ঘোড়া, (২ )
তিনশ ষাটটি স্ক্রুপ মারা
ষোল জন প্রহরী আছে।
মন আমার দেহ ঘড়ি।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তরী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি।

এমন সাধ্য কার আছে ভাই
এই ঘড়ি তৈয়ার করে,
যে ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে। (২)
তিন কাঁটা বারো জুয়েলে
মিনিট কাঁটা হইলো দিলে। (২)
ঘন্টার কাঁটা হয় আক্কেলে
মনটারে তুই তিনে নিলে।
মন আমার দেহ ঘড়ি।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তরী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি।

একখান চাবি মাইরা,
হা একখান চাবি মাইরা দিছে ছাইড়া,
চাবি মাইরা দিছে ছাইড়া
জনম ভইরা চলতে আছে।
মন আমার দেহ ঘড়ি।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তরী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি। (২)

গানমন আমার দেহ ঘড়িশিল্পীশমী সাত্তার, ওয়াকিল, দেব,
আরিফীন, শাওন
কথাআবদুর রহমান বয়াতিসুরআবদুর রহমান বয়াতি
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x