যখন সময় থমকে দাঁড়ায় লিরিক্স | Jakhan Samay Thamke Daray Lyrics | Nachiketa1 min read

যখন সময় থমকে দাঁড়ায়

যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায় (২)
খুঁজে নিয়ে মন নির্জন কোণ
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন। (২)

যখন আমার গানের পাখি
শুধু আমাকেই দিয়ে ফাঁকি (২)
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি।
যখন এ ঘরে ফেরে না সে পাখি (২)
নিস্ফল হয় শত ডাকাডাকি।
খুঁজে নিয়ে মন নির্জন কোণ
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন। (২)

যখন এ-মনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর (২)
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর।
যখন আমার ক্লান্ত চরণ (২)
অবিরত বুকে রক্ত-ক্ষরণ
খুঁজে নিয়ে মন নির্জন কোণ
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন। (২)

যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায় (২)
খুঁজে নিয়ে মন নির্জন কোণ
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন। (২)

গানযখন সময় থমকে দাঁড়ায়শিল্পীনচিকেতা
কথানচিকেতাসুরনচিকেতা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x