Table of Contents
ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
আমার অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া।
ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
আমার অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া। (২)
কইয়ো কইয়ো কইয়ো রে ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া, (২)
মুই রাধা মইরা যাইমু
কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর।
ভ্রমর রে
আগে যদি জানতাম রে ভ্রমর
যাইবা রে ছাড়িয়া (২)
মাথার কেশর দুইভাগ করি রে
রাখিতাম বান্ধিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া।
ভ্রমর রে
অঙ্গ যায় জ্বলিয়া
আমার অঙ্গ যায় জ্বলিয়া।
ভাইবে রাধারমণ বলে
শোনরে কালিয়া (২)
নিভা ছিলো মনের আগুন
কি দিলা জ্বালাইয়া রে,
ভ্রমর কইয়ো গিয়া।
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
আমার অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
অঙ্গ যায় জ্বলিয়া
ভ্রমর কইয়ো গিয়া।
তথ্য
গান | ভ্রমর কইয়ো গিয়া | শিল্পী | সুরজিৎ চট্টোপাধ্যায় |
ছায়াছবি | প্রাক্তন | কথা | রাধারমণ |
সাল | ২০১৬ | সুর | রাধারমণ |
গানটি শুনুন
প্লে বাটনটি ট্যাপ বা ক্লিক করে সরাসরি এই গানটি শুনুুন।